নতুন সংসদ ভবনে মন্ত্রীদের জন্য কক্ষ বরাদ্দ, কে কোথায় বসবেন জানুন

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনের আগে নতুন সংসদ ভবনে মন্ত্রীদের জন্য কক্ষ বরাদ্দ করা হয়েছে। এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ্যে এসেছে।

জানা দিয়েছে, নতুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপার গ্রাউন্ড ফ্লোরের জি-৩৩ নম্বর কক্ষে বসবেন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বসবেন জি-৩৪ নম্বর কক্ষে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে এই তলায় রুম নম্বর জি-৮ বরাদ্দ করা হয়েছে, আর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের জন্য বরাদ্দ ঘরের নম্বর জি-৩০।

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিকে এই তলার রুম নম্বর জি-৩১ বরাদ্দ করা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জি-১২, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে জি-১১ নম্বর এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জি-১০ নম্বর রুম বরাদ্দ করা হয়েছে।

আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডাকে রুম নম্বর জি-৯, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জি-৪১ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও একই তলায় রুম নম্বর জি-১৭ বরাদ্দ করা হয়েছে।

এর পাশাপাশি, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী নারায়ণ রানেকে প্রথম তলায় এফ-৩৯, আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে এউ-৩৮, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমারকে এফ-৩৭, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিংকে এফ-৩৬, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এফ-২০, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী পশুপতি কুমার পারসকে এফ-১৯, জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে এফ-১৮, ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজুকে এফ-১৭ এবং মন্ত্রী রাজকুমার সিংকে এফ-১৬ দেওয়া হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক