নয়াদিল্লি: টানা তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই।
জাতীয় সঙ্গীতের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রবিবার সন্ধ্যায় শান্তি ভবনের এই মোদির সঙ্গে পথ নিলেন কয়েক জন পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে রাজনাথ সিংয়ের পরই শপথ গ্রহণ করলেন অমিত শাহ। তাঁর পর শপথ নিলেন নীতিন গডকড়ি। এর পর একে একে শপথ নেন জেপি নাড্ডা , শিবরাজ সিংহ, নির্মলা সীতারমন প্রমুখ।
এ বার একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই সরকার গড়তে এনডিএ-র শরিক দলগুলির উপরে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে পদ্মশিবিরকে।