ডেস্ক: ফের উত্তাল পাহাড়ের রাজনৈতিক মহল। গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করলেন বিনয় তামাং। মোর্চার সাধারণ সম্পাদক অনীত থাপাকে ইতিমধ্যে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। এর ফলে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু থাকল না।
অন্যদিকে বিনয় তামাঙের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং। এ বিষয়ে অনিত থাপা বলেন, ‘বিনয় তামাংকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তাঁর এই হঠকারি সিদ্ধান্তে আমি মর্মাহত। সংবাদমাধ্যমে এইভাবে পদত্যাগ করাটা বিনয় তামাংয়ের উচিত হয়নি’।
আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে রাজ্যকে বঞ্চনার করেছে কেন্দ্র তোপ দেগে মোদীকে চিঠি মমতার
শুধু পদ নয় পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি। বিমল গুরুংয়ের হঠাৎ করে এই পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে শোরগোল ফেলে দিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে। তড়িঘড়ি পার্টির ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন মোর্চার সাধারণ সম্পাদক অনিল থাপা।