কসবা আইন কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই জোকা আইআইএম হস্টেল ঘিরে ওঠে ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় একজন পড়ুয়াকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু এবার চাঞ্চল্যকর মোড়! সামনে এল তরুণীর বাবার বিস্ফোরক দাবি।
শুক্রবার রাত ৯:৩৪-এ ফোন পেয়ে মেয়ের অসুস্থতার কথা জানতে পারেন তিনি। পরে এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখেন, নিউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন তাঁর মেয়ে। তরুণীর বাবার বক্তব্য, “মেয়ে জানায়, ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি।” তিনি আরও বলেন, মেয়ের সঙ্গে গ্রেপ্তার ছাত্রের কোনও সম্পর্ক ছিল না, এবং ওই অভিযোগ তাঁর মেয়ে দায়ের করেনি।
তবে তাঁর বক্তব্য অনুযায়ী, এখনও মেয়ের সঙ্গে স্পষ্ট করে কিছু কথা বলা হয়নি, কারণ তিনি ঘুমিয়ে রয়েছেন। কোথা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করেছে, তাও জানানো হয়নি।