২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রার্থীদের চূড়ান্ত ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, যাঁরা মেধা তালিকা লঙ্ঘন করে চাকরি পেয়েছেন, তাঁরা ‘অযোগ্য’ হিসেবে গণ্য হবেন এবং নতুন নিয়োগ পরীক্ষাতেও বসার সুযোগ পাবেন না।
এই রায় সুপ্রিম কোর্টে তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়, যেখানে র্যাঙ্ক জাম্পে চাকরি পাওয়া একাংশ ফের পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়েছিলেন। আদালত জানায়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যাঁরা নিয়োগ বাতিল করেছিলেন, তিনি যথাযথ সিদ্ধান্তই নিয়েছিলেন।
ফলে গ্রুপ সি, গ্রুপ ডি এবং শিক্ষক পদ মিলিয়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে গেল। রাজ্য সরকারকে ৬ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও বহাল থাকছে।
এই রায়ের পর ২০১৬ সালের পুরো প্যানেলের চাকরিপ্রার্থীদের আন্দোলনের পথ আরও কঠিন হয়ে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক ও আইনি মহল।