বদলাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের রং, এ বার ছুটবে গেরুয়া ‘সেমি হাই-স্পিড’ ট্রেন!

শনিবার তামিলনাড়ুর চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখানেই তৈরি হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি। আইসিএফ কর্তাদের সঙ্গে এই অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেনের উৎপাদন মূল্যায়ন করেন এবং ক্যাম্পাস ঘুরে দেখেন রেলমন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিয়োতে বন্দে ভারত ট্রেনের ভিতরে আসন পরীক্ষা করতে দেখা যায় রেলমন্ত্রীকে। তিনি লোকো পাইলট জোন পরিদর্শন করেন। ভিডিয়োটিতে গেরুয়া রঙের একটি নতুন বন্দে ভারত ট্রেনও দেখানো হয়েছে। সেটি পরিদর্শনের পরে অশ্বিনী বৈষ্ণব বলেন, দেশে তৈরি এই ট্রেনের ২৮তম রেকটিতে একটি নতুন রঙ সংযোজন করা হয়েছে। ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই এই পদক্ষেপ।

ভারতে চালু হওয়া প্রথম সেমি-হাই-স্পিড ট্রেন তৈরি করেছে আইসিএফ। ২০১৮-১৯ সালে “বন্দে ভারত এক্সপ্রেস” নামে এই ট্রেন দেশবাসীর চর্চায় উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাত্রা শুরু করেছিল এই ট্রেন।

প্রসঙ্গত, চালু হওয়ার পর থেকেই নীল-সাদা রঙে এই ট্রেনকে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন দেশবাসী। এ বার অন্য রঙে ধরা দিতে চলেছে বন্দে ভারত। যদিও আগামী দিনে সাদা-নীলের বদলে বাকি বন্দে ভারতের রং গেরুয়া করা হবে কি না, সে বিষয়ে রেলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক