শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের পথে নতুন সাপ্তাহিক ট্রেন

উত্তরবঙ্গমুখী পর্যটকদের জন্য সুখবর! শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত চালু হতে চলেছে একটি নতুন সাপ্তাহিক ট্রেন। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন, কৃষ্ণনগর সিটি ও রানাঘাট জংশন হয়ে পরের দিন দুপুর নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে।

ফেরার পথে, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি। আপ রুটে যাত্রার সময় লাগবে ১২ ঘণ্টা ৩৫ মিনিট, আর ফিরতে সময় লাগবে ১২ ঘণ্টা।

এনজেপি থেকে রাত সাড়ে ৮টার পর কলকাতামুখী কোনও ট্রেন না থাকায় এতদিন সমস্যায় পড়তেন যাত্রীরা। তবে এবার নতুন ট্রেন চালুর ফলে অনেকটাই সুবিধা পাবেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সাপ্তাহিক ট্রেন চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারাও আনন্দিত।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে