রাজ্যে ব্যবসা বাড়াবে নেক্সজু মোবিলিটি

ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে তাদের ব্যবসা বাড়াতে উদ্যোগী হল ইলেক্ট্রনিক গাড়ি নির্মাতা সংস্থা নেক্সজু মোবিলিট।

কলকাতা: পশ্চিমবঙ্গে ব্যবসা বাড়াতে পদক্ষেপ করল ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা নেক্সজু মোবিলিটি। তারা গাঁটছড়া বাঁধল নেক্সজু মোবিলিটি ডিস্ট্রিবিউটরের সঙ্গে। এটি রেনেসা ফেসিলিটি সার্ভিসেস-এর একটি বিভাগ।

এর ফলে মেদিনীপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, নিয়ামতপুর, শিলিগুড়ি, বাখরাহাটের পাশাপাশি নাগেরবাজার, লেকটাউন, শ্যামবাজার এবং নিউ আলিপুর থেকে ব্যবসা শুরু করবে নেক্সজু মোবিলিটি।

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, শীঘ্রই কল্যাণী ও সোনারপুরের পাশাপাশি বীরভূমেও পা রাখবে তারা।

করোনা-কালে দু’চাকার গাড়ির উল্লেখযোগ্য ভাবে চাহিদা বেড়েছে। এ নিয়ে সংস্থার চিফ মার্কেটিং অফিসার পঙ্কজ তেওয়ারি বলেন, ‘‘ বাংলার বিভিন্ন প্রান্তে ই-স্কুটার এবং ই-সাইকেলের চাহিদা বাড়ছে। আমরা দীর্ঘ গবেষণার ফসল হিসেবে স্কুটার ও সাইকেল বাজারে এনেছি, তা এখানকার ক্রেতাদের চাহিদা পূরণে সমর্থ হবে বলে আশা করছি।’’

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ