ভারতীয় বায়ুসেনার পরবর্তী প্রধান হচ্ছেন বিক্রম রাম চৌধুরী

ডেস্ক: ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল বিক্রম রাম চৌধুরী। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া। তাঁর অবসরের পরে চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরি। বিবেক রাম চৌধুরি বর্তমানে বায়ুসেনার ভাইস চিফ অব এয়ার স্টাফ পদে নিযুক্ত রয়েছেন।

আরও পড়ুন: ইডি-‌র সমন মামলায় অভিষেক-রুজিরাকে অন্তর্বতীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট


চলতি বছরের জুলাই মাসেই ভাইস চিফ অফ এয়ার স্টাফ (Chief of Air Staff) পদে দায়িত্ব নেন বিক্রম রাম সিং। তার আগে তিনি ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন তিনি। এই ওয়েস্টার্ন কম্যান্ড ভারতীয় বায়ুসেনার জন্য ভীষণ জরুরি। কারণ, ওয়েস্টার্ন কম্যান্ডের মধ্যেই লাদাখ সীমান্ত পড়ে। এয়ার মার্শাল চোধুরিকে ভারতীয় বায়ুসেনার সামরিক ক্ষেত্রে নিযুক্ত হন ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর। তারপর থেকে বিভিন্ন কমান্ডের দায়িত্ব সামলেছেন। বায়ুসেনার একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল এবং বায়ু সেনা মেডেলে সম্মানিত হয়েছেন তিনি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক