চরবৃত্তির সন্দেহে এ বার কলকাতায় এনআইএ অভিযান, তপসিয়ায় আটক হোটেলকর্মী

চরবৃত্তির জাল ছড়িয়ে পড়েছে কি পশ্চিমবঙ্গেও? পাক চর সন্দেহে কলকাতার তপসিয়া থেকে এক ব্যক্তিকে আটক করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। তিনি পেশায় হোটেলের নিরাপত্তারক্ষী বলে জানা গিয়েছে। শনিবার নিউটাউনের এনআইএ দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সকাল থেকেই কলকাতার পার্ক সার্কাস, মোমিনপুর, একবালপুরসহ শহরের একাধিক এলাকায় তল্লাশি চালায় এনআইএ। ডায়মন্ড হারবার রোডে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পরে পার্ক সার্কাস এলাকা থেকেই ওই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়।

হোটেল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মাত্র এক মাস নয়দিন ধরে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন তপসিয়ার একটি হোটেলে। সহকর্মীদের দাবি, তিনি ছিলেন অস্থায়ী কর্মী, কাজের মেয়াদ স্বল্প হলেও আচরণে তেমন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি।

তদন্তকারী সূত্রের খবর, কয়েক মাস আগে চরবৃত্তির অভিযোগে এক সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বয়ানের ভিত্তিতেই দেশের বিভিন্ন রাজ্যে পাক স্লিপার সেলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আজকের অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও অসম। মোট ১৫টি জায়গায় চলছে তল্লাশি।

কলকাতা থেকেই কিছু সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল বলেও সন্দেহ। ওই সিম কার্ডগুলি কোথায়, কার মাধ্যমে ব্যবহার হচ্ছিল—তার খোঁজেই তল্লাশি বলে এনআইএ সূত্রে দাবি। আটক ব্যক্তির সঙ্গে পাকিস্তানি চরবৃত্তি চক্রের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?