নবম বৈঠকেও মিলল না সমাধান সূত্র, মোদীর হস্তক্ষেপ চান কৃষক নেতারা

New Delhi, Jan 04 (ANI): The Seventh round of meeting between the Central Government and farmers' representatives at Vigyan Bhawan in New Delhi on (ANI Photo)

ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত তিনটি কৃষক আইন। জট কাটাতে কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত। তা সত্ত্বেও কেন্দ্র-কৃষক নবম দফার বৈঠকও রয়ে গেল নিষ্ফলা।

আগামী ১৯ জানুয়ারি ফের এক দফা আলোচনার দিনক্ষণ নির্ধারিত হয়েছে। অন্য দিকে ওই দিন থেকেই সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি কৃষকদের সঙ্গে কথা বলতে শুরু করবেন।

ফলে ১৯ জানুয়ারি বৈঠক হলে, সেটাই হতে চলেছে কেন্দ্র ও কৃষক নেতাদের মধ্যে শেষ বৈঠক।

আরও পড়ুন : তিন কৃষি আইন রূপায়নে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, গঠিত হল কমিটি

শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ৪০টি কৃষক সংগঠনের নেতারা বৈঠকে বসেছিলেন। কিন্তু আগের আট দফার মতোই বৈঠক নিষ্ফলা।

কৃষক নেতাদের বক্তব্য, কোনও মধ্যস্থতাকারী নয়, তাঁরা সরাসরি কেন্দ্রের সঙ্গে কথা বলতে চান। সরাসরি বলতে প্রধানমন্ত্রীকেই ইঙ্গিত করেছেন কৃষক নেতারা।

ভারতীয় কিসান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, ‘‘তিনটি কৃষি আইন প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করুক সরকার এবং কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দিক।’’ জট কাটাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক