মালদহ, মুর্শিদাবাদ-সহ এই ৫ জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবি বিজেপি সংসদের

নয়াদিল্লি: এবার সংসদে দাঁড়িয়ে বাংলা ও বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রবেশের ফলে এই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ।

মালদহ, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ। তিনি দাবি করেন, ‘‘ওই জেলাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে এনআরসি কার্যকরের উদ্যোগ নিক কেন্দ্র।’’

ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। তিনি দাবি করেন, তাঁর রাজ্য ঝাড়খণ্ডে আদিবাসী জনসংখ্যা ১০ শতাংশ কমে গিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে আদিবাসী মহিলাদের বিবাহের সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই এই সমস্যা তৈরি হয়েছে।

লোকসভায় বিজেপি সাংসদ দাবি করেন, ২০০০ সালে যখন বিহার থেকে আলাদা হয়ে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল, তখন সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা ছিল ৩৬ শতাংশ। এখন আদিবাসী জনসংখ্যা কমে ২৬ শতাংশে ঠেকেছে। সেই ১০ শতাংশ আদিবাসী কোথায় গেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে