পশ্চিমবঙ্গের ভুল মানচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই নীতি আয়োগের ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’-এ উঠে এসেছে রাজ্যের একাধিক আর্থ-সামাজিক সাফল্য। সোমবার সেই রিপোর্টের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, নীতি আয়োগ কর্মসংস্থান-সহ একাধিক ক্ষেত্রে বাংলার দৃঢ় অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে।”
রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যেখানে জাতীয় গড় ৩.২ শতাংশ। সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ, যা ২০১১ সালের জাতীয় গড় ৭৩ শতাংশের চেয়ে বেশি। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, “জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে পাশের হার বেশি, স্কুলছুটের হার কম।”
শিশুমৃত্যুর হার, গড় আয়ু (৭২.৩ বছর), এবং লিঙ্গ অনুপাতেও (১০০০ পুরুষে ৯৭৩ কন্যা) পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানায় নীতি আয়োগ। পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ক্ষেত্রেও রাজ্যের অগ্রগতি তুলে ধরা হয়েছে রিপোর্টে।
নীতিগত ও পরিসংখ্যানগত এই স্বীকৃতিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ফল বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিতর্কিত মানচিত্র নিয়ে চিঠি দেওয়ার পরেও তিনি স্পষ্ট করেছেন, কেন্দ্রীয় রিপোর্টে রাজ্যের অর্জনই বড় কথা।