প্রথম পাতা খবর অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, ডেপুটি হলেন তেজস্বী

অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, ডেপুটি হলেন তেজস্বী

83 views
A+A-
Reset

বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী হিসাবে অষ্টমবারের জন্যে শপথ নিয়ে রেকর্ড গড়লেন। এ বারে বিজেপির সঙ্গ ছেড়ে তিনি যোগ দিয়েছেন আরজেডি, কংগ্রেসের সঙ্গে। সেই নতুন সরকারের হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। এদিন শপথ গ্রহণের পর নীতীশ কুমার বলেন, ”প্রধানমন্ত্রী পদ নিয়ে আমার কোনও লোভ নেই। আমি সেই প্রত্যাশাও করি না। বরং বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করার জন্যই কাজ করে যাব।”

নীতীশের পরামর্শ মেনেই গঠন হবে মন্ত্রিসভা। আগামী ১৫ অগস্ট বাকি মন্ত্রিসভা গঠন হবে বলে জানা গিয়েছে। এদিন রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যরা। ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদব, তেজস্বী যাদবের স্ত্রী ও অন্যান্য বড় বড় আরজেডি নেতারা।

মনে করা হচ্ছে, জেডিইউ থেকে ১১ থেকে ১৩ জন মন্ত্রিত্ব পেতে পারেন। এনডিএ সরকারে যাঁরা মন্ত্রী ছিলেন তাঁদের পদ বহাল রাখা হবে। ২০ জন মন্ত্রী হতে পারে আরজেডি থেকে। অর্থ, স্বরাষ্ট্রের মতো দফতরগুলি নিজেদের হাতে রাখতে চাইছে আরজেডি।

আরও পড়ুন :

রাজ্যের আমন্ত্রণে সাড়া, কলকাতায় পুজোর আনন্দে গা ভাসাবে জাতিসঙ্ঘ

অভিমুখ পরিবর্তন নিম্নচাপের, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

বদলে যাচ্ছে দার্জিলিং মেলের যাত্রাপথ

স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত ভোট করতে হবে, দলীয় কর্মীদের বার্তা অভিষেকের

সোনা জিতলেন ভারতীয় টেবিল টেনিসের কিংবদন্তি অচন্ত্য শরদ কমল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.