Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'৪০০ পার' নয়! তার আগেই আটকে যাবে এনডিএ, বলছে বুথফেরত সমীক্ষা - NewsOnly24

‘৪০০ পার’ নয়! তার আগেই আটকে যাবে এনডিএ, বলছে বুথফেরত সমীক্ষা

কলকাতা: প্রথম দফার ভোট হয়েছিল ১৯ এপ্রিল। তার ৪৩ দিন পর, শনিবার হল সপ্তম দফার ভোটগ্রহণ। এর পরই আসতে শুরু করেছে একের পর এক বুথফেরত সমীক্ষার ফলাফল। চারটি বড়সড় বুথফেরত সমীক্ষা দেখাচ্ছে, বিজেপি নেতত্বাধীন এনডিএ নিজের প্রত্যাশা মতো চারশো আসনের গণ্ডি অতিক্রম করতে পারবে না।

ওই চারটি বুথফেরত সমীক্ষার গড় বলছে, এ বারের ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৬৫টি আসন এবং বিরোধীদের ইন্ডিয়া জোট প্রায় ১৪২টি আসন জিততে পারে৷ অন্যান্য দল বা নির্দলরা প্রায় ৩৬টি আসন পেতে পারে। যাইহোক, এটা অবশ্যই মনে রাখা উচিত যে বুথফেরত সমীক্ষা সবসময় সঠিক হয় না।

ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন, চারশো আসন পার করে হ্যাট্রিক করতে চলেছে মোদী সরকার। এখনও কোনো বুথফেরত সমীক্ষায় বিজেপির সেই স্বপ্নের সংখ্যা ছোঁয়ার ইঙ্গিত নেই।

চারটি বুথফেরত সমীক্ষা

দৈনিক ভাস্কর

এনডিএ: ২৮১-৩৫০

ইন্ডিয়া: ১৪৫-২১০

ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকস

এনডিএ: ৩৬২-৩৯২

ইন্ডিয়া: ১৪১-১৬১

অন্যান্য: ১০-২০

জন কি বাত

এনডিএ: ৩৫৩-৩৬৮

ইন্ডিয়া: ১১৮-১৩৩

অন্যান্য: ৪৩-৪৮

রিপাবলিক টিভি-পিএমএআরকিউ

এনডিএ: ৩৫৯

ইন্ডিয়া: ১৫৪

অন্যান্য: ৩০

অন্যান্য: ৩৩-৪৯

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?