কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। বুধবার রাতে আন্দোলনকারীদের উপর হামলায় বিক্ষোভের আগুন কার্যত ঘি পড়েছে। বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে আগামীকাল বাংলা স্তব্ধ করার ডাক দিয়েছে বিজেপি। অন্যদিকে ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডেকেছে এসইউসি।
এ ব্যাপারে নবান্নের তরফে বৃহস্পতিবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’
উল্লেখ্য, বুধবার রাতে আরজি কর হাসপাতাল চত্বরে মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এ দিন সমস্ত রাজনৈতিক দলের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘আগামীকাল (শুক্রবার) রাজ্যে বনধ ডেকে স্তব্ধ করুন বাংলা।’’ বলা হয়েছে, ‘‘শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের কোনও প্রভাব পড়বে না।’’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও সুর মিলিয়েছেন সতীর্থের সঙ্গে। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কর্মকাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’’
পাশাপাশি, শুক্রবারই বিজেপির মহিলা মোর্চা হাজরা মোড় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি পর্যন্ত মোমবাতি এবং মশাল মিছিল করবে। সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী ভনতি শ্রীনিবাসন ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।