কলকাতা: বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তাঁর মতে, বাকস্বাধীনতা ভারতের মহার্ঘ অলঙ্কার। তার সঙ্গে আপোস করা উচিত নয়।
উল্লেখযোগ্য ভাবে, যখন দেশ জুড়ে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে অপসারণ নিয়ে বিতর্ক চলছে, এমন একটি সময় রাজ্যপাল তাঁর এই মত জানিয়েছেন।
ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শততম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে সামিল হয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতাই ভারতীয় নাগরিকের বাক্ এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করে। কোনো সংস্থারই সংবাদমাধ্যমের মুখবন্ধ করার অধিকার নেই।”
রবিবার সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতার সঙ্গে কোনো রকম আপোস হওয়া উচিত নয়।’’ যদিও তাঁর বক্তব্যে রাহুল গান্ধীর অপসারণ প্রসঙ্গ উঠে আসেনি। এই নিয়ে রাজনৈতিক প্রশ্ন করার সময়ই প্রেস ক্লাব থেকে বেরিয়ে যান রাজ্যপাল।