রাহুল-পর্বের মধ্যেই বাকস্বাধীনতার পক্ষে সওয়াল রাজ্যপালের

অভিযোগ অস্বীকার রাজ্যপালের। প্রতীকী ছবি

কলকাতা: বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তাঁর মতে, বাকস্বাধীনতা ভারতের মহার্ঘ অলঙ্কার। তার সঙ্গে আপোস করা উচিত নয়।

উল্লেখযোগ্য ভাবে, যখন দেশ জুড়ে রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে অপসারণ নিয়ে বিতর্ক চলছে, এমন একটি সময় রাজ্যপাল তাঁর এই মত জানিয়েছেন।

ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শততম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে সামিল হয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতাই ভারতীয় নাগরিকের বাক্ এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করে। কোনো সংস্থারই সংবাদমাধ্যমের মুখবন্ধ করার অধিকার নেই।”

রবিবার সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতার সঙ্গে কোনো রকম আপোস হওয়া উচিত নয়।’’ যদিও তাঁর বক্তব্যে রাহুল গান্ধীর অপসারণ প্রসঙ্গ উঠে আসেনি। এই নিয়ে রাজনৈতিক প্রশ্ন করার সময়ই প্রেস ক্লাব থেকে বেরিয়ে যান রাজ্যপাল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক