এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার রিপোর্ট নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, বলল কেন্দ্র

১২ জুনের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্ট ঘিরে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছনোর আবেদন জানাল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, তদন্ত এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে না পৌঁছনোই যুক্তিযুক্ত।

প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, অহমদাবাদ থেকে উড়ানের মাত্র তিন সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানের দু’টি ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়। জ্বালানির নিয়ন্ত্রণ সুইচগুলি ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ চলে যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে।

মন্ত্রী বলেন, “এই তদন্ত অত্যন্ত জটিল ও কারিগরি নিরীক্ষার বিষয়। এখনও কোনও মন্তব্য করা খুব তাড়াহুড়োর হবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পুরো রিপোর্ট খুঁটিয়ে দেখছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত।”

পাইলটদের কথোপকথন ঘিরে কোনও সিদ্ধান্ত টানতেও বারণ করেছেন তিনি। পাশাপাশি দেশের পাইলট ও ক্রুদের উপর ভরসা প্রকাশ করে বলেন, “বিশ্বের সেরা ও পরিশ্রুত কর্মীবাহিনী আমাদের আছে। এই পাইলট ও ক্রুরাই ভারতীয় বিমান চলাচলের মেরুদণ্ড।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?