প্রথম পাতা খবর সরকারি কাজে কোনো রকমের ঢিলেমি বরদাস্ত হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি কাজে কোনো রকমের ঢিলেমি বরদাস্ত হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

390 views
A+A-
Reset

কলকাতা: জেলা পরিষদ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সচিবালয় পর্যন্ত, সব স্তরে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। অভিযোগ এলে ফেলে রাখা যাবে না। সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। বুধবার নবান্নের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এ দিন সব জেলাশাসক, শীর্ষস্তরের আমলা এবং পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে এমনই নির্দেশই দিয়েছেন তিনি। এই বৈঠকে সচিব-সিনিয়র আধিকারিকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। ছিলেন বিএলআরও-রাও।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে যে, তাঁর সচিবালয়ে অভিযোগ জমা পড়লেও পদক্ষেপ করা হচ্ছে না। তাই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর সচিবালয় হোক বা পঞ্চায়েত, কোনো অভিযোগই যেন ফাইল চাপা পড়ে না থাকে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কোনো অভিযোগ এলে সেটা সাতদিনের মধ্যে ফয়সালা করতে হবে। এমনকী পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরে কোনো অভিযোগ এলে তা দ্রুত সমাধান করতে হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিধাননগরের পুলিশ সুপারও। সূত্রের খবর, পুলিশ সুপার সুপ্রতিম সরকারকে তিনি বলেন, এত অবহেলা কেন? বাগুইআটিতে দুই কিশোরের অপহরণ এবং খুনের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ দিন রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা-সহ সমস্ত পুলিশের আধিকারিকদের সামনেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: বাগুইআটির জোড়া খুনের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আইসি ক্লোজড, সিআইডি-কে তদন্তভার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.