‘মাফিয়াদের কোনও জায়গা নেই’, মালদহ থেকে হুঁশিয়ারি মমতার

মালদহের প্রশাসনিক সভা থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তিনি নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গ তুলে বলেন, “আমি চৈতালিকে (দুলালের স্ত্রী) বলব, বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে। আমরা সকলেই তোমার সঙ্গে আছি।” এরপরই তাঁর হুঁশিয়ারি, যাঁরা সন্ত্রাস করেন, তাঁদের এই সমাজে কোনও জায়গা নেই। মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে ভালোবাসেন, সেবায় নিয়োজিত থাকেন, গরিব মানুষকে কাছে টেনে নেন, তাঁরাই আমার ভালোবাসা, আমার মানবিক দিক।

বিহার, ঝাড়খণ্ড ও বাংলাদেশের সঙ্গে সীমানা লাগোয়া মালদহে দুষ্কৃতী প্রবেশ রোধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো জঙ্গি বা সমাজবিরোধী যেন এই রাজ্যে ‘ঘুঘুর বাসা’ বানাতে না পারে। তা হলে তা দেশ, সমাজ ও রাজ্যের জন্য ভয়ানক ক্ষতির কারণ হবে।

এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদেরও জনগণের সমস্যার কথা শুনতে নির্দেশ দেন। তিনি বলেন, বিডিও, ডিএম, ওসি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যদের বলব— সপ্তাহে একদিন অন্তত এক ঘণ্টা করে গরিব মানুষের বাড়িতে যান। যাঁর সামর্থ্য নেই, তাঁর জন্য সামান্য চা, দুধ, চিনি কিনে নিয়ে যান। মাটির দাওয়ায় বসে কথা বলুন, তাঁদের সমস্যার কথা শুনুন।

আবাস যোজনা প্রসঙ্গে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। কিন্তু তার জন্য রাজ্যের কাজ থেমে থাকেনি। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, যুবশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট স্মার্ট কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ রাজ্য নিজস্ব তহবিল থেকে চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আমি বলেছিলাম ফাঁসি চাই। যদি কেউ দানবিক, পাশবিক হয়, সমাজ মানবিক হতে পারে? মা-বোনেদের সম্মানের স্বার্থে আমাদের মানবিক হতে হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক