শুভেন্দুর মিছিলের রুট বদল, ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়কাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর মিছিলের রুট পরিবর্তন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ অনুযায়ী, নবীনা সিনেমা হল থেকে শুরু হয়ে মিছিল যাদবপুর থানার ১০০ গজ দূরে শেষ হবে। আদালতের অনুমতি ছাড়া ১৩ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।

গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় দুই পড়ুয়া আহত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে বিজেপি হাই কোর্টে মামলা করে। বিজেপির আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, সুলেখা মোড় থেকে যাদবপুর থানার দিকে মিছিলের পরিকল্পনা ছিল। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, সেখানে অন্য পক্ষ সক্রিয় রয়েছে, গোলমালের আশঙ্কা আছে। পাল্টা বিজেপি জানায়, তৃণমূল ও অন্য সংগঠনগুলোর কর্মসূচির অনুমতি দেওয়া হলেও তাদের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে কেন।

বিচারপতি জানান, আদালত বেআইনি কাজকে সমর্থন করে না। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে যাদবপুরে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আগামী ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও রাজনৈতিক কর্মসূচি হবে না।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে