হালকা বৃষ্টির প্রভাব এখনও টের পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি হয়নি। সন্ধ্যায় আবহাওয়া ছিল আরামদায়ক।
আবহবিদদের মতে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে, তবে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক থাকবে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনিপুর ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম, তবে পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রি। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকায় আবহাওয়া ছিল আরামদায়ক, তবে আগামী দিনে এই পরিস্থিতির বদল ঘটতে চলেছে।