চোখের নিমেষে  মাটিতে মিশে গেল নয়ডার টুইন টাওয়ার

চোখের নিমেষে  মাটিতে মিশে গেল নয়ডার টুইন টাওয়ার। বিস্ফোরণের পর টাওয়ারের পাঁচশো মিটার এলাকা বিশাল ধোঁয়া ও ধূলোয় ভরে যায়। মাত্র ৯ সেকেন্ডেই মাটির সঙ্গে মিশে যায় বিশাল ওই অট্টালিকা। ভবনটি ভেঙে যাওয়ার পর নয়ডা প্রশাসনের কাছে বড় চ্য়ালেঞ্জ ছিল ধুলো দূর করা।  জোড়া অট্টালিকা ভেঙে যাওয়ার পর ধূলোয় ঢেকে গিয়েছে এলাকা। টুইন টাওয়ারের জায়গায় পড়ে রয়েছে ধ্বংসস্তূপ। এলাকায় ধূলোর দাপট কমাতে অ্য়ান্টি-স্মগ গান ব্যবহার করে জল স্প্রে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরকের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হল ১০ বছর ধরে তৈরি করা গগনচুম্বী যমজ অট্টালিকা। নিমেষে মাটিতে নেমে এল ১০০ মিটার উচ্চতার অ্যাপেক্স ও ৯৭ মিটার উঁচু সিয়ানে নামের দুটি টাওয়ার। চোখের সামনে ধুলোর মেঘে ঢেকে গেল গোটা এলাকা। শুরু হয়েছে ধ্বংস পরবর্তী কাজ। তবে ৮০০০ টন ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে তিন মাস।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?