Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগামি পাঁচদিন ভাসবে উত্তরবঙ্গ, ভারী বৃষ্টি দক্ষিণেও! সতর্কতা জারি একাধিক জেলায় - NewsOnly24

আগামি পাঁচদিন ভাসবে উত্তরবঙ্গ, ভারী বৃষ্টি দক্ষিণেও! সতর্কতা জারি একাধিক জেলায়

ডেস্ক: আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে ফের হিমালয়ের পাদদেশে এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। সেটি পাটনা থেকে অসম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এবং প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

গোটা সপ্তাহজুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বুধবার থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। বাড়বে নদীর জল স্তর, পাশাপাশি নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া, হলুদ সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হলুদ সর্তকতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এই জেলাগুলিতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: খোয়াই থানায় ধর্নার জের, অভিষেক-সহ ৫ নেতার বিরুদ্ধে FIR


কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ এবং আগামিকাল ফের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফের নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নতুন করে প্লাবিত হতে পারে একাধিক এলাকা। এখনও রাজ্যের একাধিক জেলায় জল নামেনি। ঘাটাল, হাওড়া, হুগলির একাধিক জায়গা এখনও জলের তলায়। নতুন করে বৃষ্টি হয়ে ফের বাড়বে জল। নতুন করে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related posts

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী