প্রথম পাতা খবর লাইনচ্যুত কামাক্ষ্যাগামী ট্রেন! বিহারে রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪

লাইনচ্যুত কামাক্ষ্যাগামী ট্রেন! বিহারে রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪

390 views
A+A-
Reset

পটনা: বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। র্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন যাত্রী।

বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেস। প্রাথমিক ভাবে ৪-৫টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে অনুমান করলেও, পরে পূর্ব-মধ্য রেলওয়ের তরফে জানানো হয় যে ট্রেনের ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে।

জানা যায়, বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার করার পরই, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। রাত ২টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

এর পর, রাত আড়াইটে নাগাদ রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রেলমন্ত্রী। তিনি লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব। দুর্ঘটনাগ্রস্থ ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে বসানো হয়েছে এবং রেলের তরফ থেকে তাঁদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.