Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বহিরাগত নই, আমি গোয়ার সন্তান: মমতা - NewsOnly24

বহিরাগত নই, আমি গোয়ার সন্তান: মমতা

ডেস্ক: বহিরাগত নই। আমি গোয়ার সন্তান বলে সরাসরি বিজেপিকে বুঝিয়ে দিয়েছেন তিনি বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না বলে বুঝিয়ে দিয়েছে। তিনি বলেছেন সাইনবোর্ড হতে এখানে আসেনি। মুখ্যমন্ত্রী হতেও এখানে আসিনি। গোয়ার উন্নয়নের জন্য এসেছি। গোয়ায় ঘোষণা মমতা। (BJP)-কে আক্রমণের সঙ্গে নাম না করে কংগ্রেস কে নিশানা করলেন তৃণমূল নেত্রী। গোয়ার রাজনীতির আঙিনায় পা রাখার পর প্রথমবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকেই সেরাজ্যের সঙ্গে বাংলার যোগসূত্র স্থাপনের চেষ্টা করলেন মমতা।


এদিন তিনি বলেন, আমরা চাই বাংলার মতো গোয়াও শক্তিশালী হোক। আমি এখানে শুধু রাজনীতির জন্য আসিনি, উন্নয়নের জন্য এসেছি। এসেছি সংস্কৃতির জন্য। মমতা বলেন, বাংলার সঙ্গে গোয়ার তিনটি বিষয়েই বেশি মিল আছে। এক ফুটবল। গোয়াতেও বহু ফুটবল ক্লাব আছে। বাংলার মানুষও ফুটবলপ্রেমী। আইএসএলের জন্য বাংলার এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) এবং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এখন গোয়াতেই অনুশীলন করছে। ফুটবলের পরই দুই রাজ্যের মৎস্যপ্রেম প্রসঙ্গ আনেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দেন, “গোয়ার মৎস্যজীবীরা বঞ্চিত। মানুষের কষ্টে আমরা কষ্ট পাই।” 


এর পর বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, ‘ওরা এখানে কী করছে, আমি ভারতীয়। দেশের যে কোনও জায়গায় যেতে পারি। কলকাতা আর গোয়া তো দু’ঘন্টার দূরত্ব।’ এর পর তাঁর সংযুক্তি, ‘বিজেপি টেনশনে পড়ে গেছে । ওরা কালো পতাকা দেখাল, আমি নমস্কার বললাম। গোয়ার মানুষ তোমাদের ব্ল্যাক লিস্টেড করে দেব।’ এর পরেই নাম না নিয়েও কংগ্রেসকে নিশানা করেন মমতা। বলেন, “কোনও কোনও পার্টি নিজেদের দলকে বিজেপি-র কাছে বিক্রি করে দিয়েছে। আমরা নিজেদের বিক্রি করিনি।’


তিনি বলেন, “অনেকে প্রশ্ন করছেন কেন আমরা লড়ব? বলছে, কংগ্রেসকে (Congress) লড়তে দাও। কংগ্রেস ৭০ বছর ধরে লড়ছে। ওরা কী করেছে? শেষবার তো সরকার গড়তে ওদের বিধায়করা বিজেপিতে গিয়েছিল। আপনারা বিধায়কদের সামলাতে পারেন না। আপনারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেন না। আপনাদের মদতে বিজেপি (BJP) সরকার গড়েছে। যদি আপনারা আমাদের বিশ্বাস করেন, তাহলে কথা দিচ্ছি, রক্ত দেব কিন্তু বিজেপির সঙ্গে আপস করব না।”

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন