কোনও রাজনৈতিক দল তৈরির কথা ঘোষণা করলেন না। আপাতত সুশাসনের লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর দাবি, তিনি এখনও কোনও রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা করেননি। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়ে দিয়েছেন পিকে ।
প্রশান্ত কিশোর এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আপাতত তিনি কোনও রাজনৈতিক দল গঠন করছেন না। শুধু রাজনৈতিক দল গড়াটা যদি উদ্দেশ্য হত, তাহলে ভোটের ছ’মাস বা একবছর আগে গিয়ে তিনি দলের নাম ঘোষণা করতেন। আপাতত তিনি আগামী কয়েক বছর মানুষের কাছে যেতে চান এবং সাধারণ মানুষের কথা শুনতে চান। তারপর সকলের মত নিয়ে রাজনৈতিক প্লাটফর্মের ব্যাপারে ভাবনা-চিন্তা করবেন।
এদিন প্রশান্ত কিশোর বলেন, ”৯০ শতাংশর বেশি মানুষ বিহারের জন্য নতুন কিছু ভাবছে। আমি কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক মঞ্চ ঘোষণা করছি না। আগামী দিনে আমি পদযাত্রা করব, ৩০০০ হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটব ,জন সুরজ সম্পর্কে বিহারের মানুষ জানতে চাইলে তাদের বাড়ি যাব, অফিসে যাব।” ভোটকুশলীর সংযোজন, ”আগে মানুষের সঙ্গে কথা বলব। মানুষ যদি সিদ্ধান্ত নেয়, যে নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাহলে সেই রাজনৈতিক দল তৈরি হবে, কিন্তু সেটা কখনই প্রশান্ত কিশোরের নয়।” তিনি উন্নয়নের ব্যাপারে বিহারের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।