ডেস্ক: নন্দীগ্রাম মামলায় শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ইলেকশন পিটিশনের ভিত্তিতে নোটিশ জারি করল আদালত।এ ছাড়া গণনাকেন্দ্রে যে রিটার্নিং অফিসার ছিলেন তাঁকে ও নির্বাচন কমিশনকে নোটিসের একটি করে কপি দেওয়া হবে। এ ছাড়া মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ করার কথা বলা হয়েছে। বিচারপতি শম্পা সরকারের এজলাসে চলছে এই মামলার শুনানি।
নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।
আরও পড়ুন: রাজ্যপাল দেখা করতে রাজভবনে গেলেন মমতা, হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
বুধবার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন বৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। সেই মোতাবেক নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুকে নোটিশ জারি করা হয়। সেইসঙ্গে ইভিএম, নথি, ভিডিয়ো রেকর্ডিং-সহ নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রামের রিটার্নিং অফিসার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককেও নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১২ অগস্ট আবারও সেই মামলার শুনানি হবে।