ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগ, নবগ্রাম থানায় হাজিরার নোটিস কার্তিক মহারাজকে

ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে থানায় হাজিরার নোটিস দিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। সোমবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে গিয়ে নোটিস দেওয়া হয়। সেই সময় আশ্রমে মহারাজ উপস্থিত না থাকায়, নোটিসটি আশ্রমের এক প্রতিনিধির হাতে তুলে দেন থানার আইসি।

নোটিসে জানানো হয়েছে, আগামী ১ জুলাই, মঙ্গলবার নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে। অভিযোগ, ২০১৩ সালে এক মহিলাকে কাজের প্রতিশ্রুতি দিয়ে আশ্রমের একটি প্রাথমিক স্কুলে শিক্ষিকার পদে নিযুক্ত করেন তিনি। পরে সেই আশ্রমেই মহিলাকে যৌন হেনস্তা করা হয় বলে দাবি। মহিলার অভিযোগ, কার্তিক মহারাজ প্রথমে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। তারপর দিনের পর দিন তাঁর উপর শারীরিক নির্যাতন চলে। তিনি গর্ভবতী হয়ে পড়লে, জোর করে গর্ভপাত করানো হয়।

গত বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় এই অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং সোমবার প্রথমবার কার্তিক মহারাজের নামে হাজিরার নোটিস পাঠায়।

এদিকে, কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ অস্বীকার করে আগেই বলেছিলেন, ‘‘আমি সন্ন্যাসী, সন্ন্যাসীদের জীবনে এমন বাধাবিপত্তি আসে। এতে অবাক হওয়ার কিছু নেই।’’ সোমবার পুলিশি নোটিস প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, গোটা বিষয়টি তাঁর আইনজীবীদের দল দেখছে। তিনি ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক