197
আগামী সোমবার, ১১ আগস্ট থেকে শহরের তিনটি মেট্রো রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা ও পরিষেবা শুরু হওয়ার সময়। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
শিয়ালদহ–সল্টলেক (গ্রিন লাইন ১)
এই রুটে এখন প্রতিদিন ১০৬টি মেট্রো চললেও সোমবার থেকে চলবে ১০৮টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিটে—পূর্বে যা ছিল ৬টা ৫৫ মিনিট।
- শিয়ালদহ থেকে প্রথম মেট্রো: সকাল ৬:৩৫
- সল্টলেক থেকে প্রথম মেট্রো: সকাল ৬:৪০
রাতের শেষ মেট্রো এবং রবিবারের পরিষেবা একই থাকবে।
হাওড়া ময়দান–এসপ্ল্যানেড (গ্রিন লাইন ২)
এই রুটে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ১৩৪টি করা হচ্ছে (বর্তমানে ১৩০টি)। পরিষেবা শুরু হবে আরও আগে, সকাল ৬টা ৩০ মিনিট থেকে।
- উভয় দিক থেকেই প্রথম মেট্রো: সকাল ৬:৩০
শেষ মেট্রো আগের মতোই রাত ৯টা ৪৫-এ ছাড়বে।
জোকা–মাঝেরহাট (পার্পল লাইন)
এই রুটে রোজ চলা ট্রেনের সংখ্যা ৭২ থেকে বেড়ে হচ্ছে ৮০টি। পরিষেবা শুরু হবে প্রায় এক ঘণ্টা আগে।
- জোকা থেকে প্রথম মেট্রো: সকাল ৬:৫০ (আগে ছিল ৮টা)
- মাঝেরহাট থেকে প্রথম মেট্রো: সকাল ৭:১৪ (আগে ছিল ৭:৫৭)
শেষ মেট্রোর সময়ও কিছুটা এগোনো হয়েছে। - জোকা থেকে: রাত ৮:৩৬
- মাঝেরহাট থেকে: রাত ৮:৫৭
শনি ও রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে।