কলকাতা: জেলার মানুষ কলকাতায় এসে উৎসবের আনন্দে মেতে ওঠার পর রাতে বাড়ি ফেরার জন্য মিলবে লোকাল ট্রেন।
শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন
*পুজোর ক’দিন রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ শাখায় সপ্তমী থেকে নবমী প্রতি রাতে ২০টি বাড়তি ট্রেন চালানো হবে। শিয়ালদহ–দমদম–নৈহাটি–রানাঘাট, শিয়ালদহ–বনগাঁ, রানাঘাট–বনগাঁ এবং শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেনগুলি।
*শিয়ালদহ থেকে রানাঘাট শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। রানাঘাট থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে।
*শিয়ালদহ থেকে নৈহাটি যাওয়ার শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট ছাড়বে এবং ২টো ৩০ মিনিটে নৈহাটি থেকে শিয়ালদহ আসার জন্য ট্রেন ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে।
*২.৫৫ মিনিটে শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। এবং বনগাঁ থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে।
*শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ছাড়বে রাত ১১.৩০ মিনিটে। ডানকুনি থেকে শিয়ালদহ আসার ট্রেন রাত ১২.২৫ মিনিটে ছাড়বে।
*রানাঘাট থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে রানাঘাট ট্রেন মিলবে রাত ৯.৫৬ মিনিট, ১০টা।
*শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায় এবং বজবজের জন্য ট্রেন ছাড়বে রাত ১১.৩০টায়।
*শিয়ালদহ–বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, এবং ২.২০ মিনিটে।
হাওড়া ডিভিশনে স্পেশাল লোকাল ট্রেন
পুজোর সময় যাত্রীদের ভিড় সামলাতে ৮টি সাবার্বান স্পেশাল অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। সপ্তমী থেকে দশমীর রাতে এই ট্রেনগুলি চালানো হবে যাত্রীদের সুবিধার জন্য। ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান (ভায়া মেন ও কর্ড)-এর জন্য বিশেষ ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
*এক জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ভায়া ব্যান্ডেল (হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিট এবং বর্ধমান থেকে ছাড়বে রাত ৯টা ৩০ মিনিট)
*এক জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ভায়া ডানকুনি (হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিট এবং বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিট)
*এক জোড়া হাওড়া-ব্যান্ডেল ইএমইউ স্পেশাল ভায়া ডানকুনি (হাওড়া থেকে ছাড়বে রাত ১টা এবং ব্যান্ডেল থেকে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিট)
*এক জোড়া শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল ভায়া ডানকুনি (শেওড়াফুলি থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিট এবং তারকেশ্বর থেকে ছাড়বে রাত ১১টা ২০ মিনিট)