শেষরক্ষা হল না, পুলিশকর্মীর গুলিতে মৃত্যু ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর

অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক এএসআইয়ের হাতে গুলিবিদ্ধ হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী। গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন মন্ত্রী।

ঘটনায় প্রকাশ, রবিবার দুপুর ১টা নাগাদ ওড়িশার ঝাড়সুগড়ার ব্রজরাজনগরে গান্ধী চক এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। সেখানেই তাঁকে লক্ষ্য করে পরপর দুবার গুলি চালান এক অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেক্টর। সেই গুলি সরাসরি মন্ত্রীর বুকে লাগে।

সেই ঘটনার পরেই গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে কাছাকাছি এক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কয়েকঘণ্টা জীবনযুদ্ধের পর সন্ধেবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেন, ক্ষতগুলির চিকিৎসা করা হয়েছিল। হৃদযন্ত্র সচল রাখারও ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইসিইউ-তে রেখে যাবতীয় চিকিৎসা চলছিল মন্ত্রীর। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু ওড়িশায়। প্রতিবাদে বিজেডি কর্মীরা ধর্নায় বসেন, এর পরই ঘটনাস্থলে উত্তেজনা বেড়ে যায়। একাংশের অভিযোগ, মন্ত্রীর ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ মন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। কী কারণে স্বাস্থ্যমন্ত্রীর উপর এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে