বউবাজারে ফের পুরনো বাড়ি ভেঙে বিপর্যয়, আহত শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কলকাতা: খাস কলকাতার বুকে আবারও পুরনো বাড়ি ভেঙে বিপর্যয়। রবিবার সকাল ১১টা নাগাদ বউবাজারের শ্রীনাথ দাস লেনে একটি বহু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই সময় ভিতরে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। তাঁদের মধ্যে একজন, আশুতোষ অধিকারী, গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা আশুতোষকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরসভার উদ্ধারকারী দল ও সিইএসসি-র কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। বর্তমানে বাড়ির মেরামতির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কাজ চলাকালীন আচমকা দোতলার ছাদ ভেঙে পড়ে। সেই সময় নীচে থাকা শ্রমিকের উপর চাঙড় ভেঙে পড়ে।

জানা গিয়েছে, ওই বাড়িতে প্রায় ২০০ জনের বেশি ভাড়াটে থাকেন। তবে কারও আটকে পড়ার সম্ভাবনা নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক