প্রথম পাতা খবর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লা, ঘোষণা করলেন ফারুক আবদুল্লা

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লা, ঘোষণা করলেন ফারুক আবদুল্লা

192 views
A+A-
Reset

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনের ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস জোট পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর, এনসি নেতা ফারুক আবদুল্লা ঘোষণা করেছেন যে ওমর আবদুল্লা হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

ফারুক আবদুল্লা বলেন, “দশ বছর পর জনগণ আমাদেরকে তাদের আস্থা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারি। এখানে ‘পুলিশ রাজ’ নয়, জনগণের শাসন থাকবে। আমরা নির্দোষদের মুক্ত করার চেষ্টা করব, এবং সংবাদমাধ্যমকে স্বাধীনতা দেব। হিন্দু ও মুসলিমদের মধ্যে বিশ্বাস তৈরি করাই আমাদের প্রধান কাজ।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে ইন্ডিয়া (INDIA) জোটের সদস্যরা জম্মু ও কাশ্মীরের রাজ্যত্ব পুনরুদ্ধারের সংগ্রামে এনসি-কে সহায়তা করবে। কে মুখ্যমন্ত্রী হবেন এমন প্রশ্নে ফারুক আবদুল্লা স্পষ্ট জানান, “ওমর আবদুল্লাই মুখ্যমন্ত্রী হবে।”

এনসি-কংগ্রেস জোট ৯০ আসনের মধ্যে ৫২ আসনে এগিয়ে রয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৬টি আসন প্রয়োজন। বিজেপি ২৭টি আসনে এগিয়ে রয়েছে এবং মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) মাত্র দুইটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওমর আবদুল্লা ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “ফলাফল এখনও সম্পূর্ণ হয়নি, আমরা এর পর আলোচনা করব। এনসি যে জয় পেয়েছে তাতে আমরা কৃতজ্ঞ। আমরা প্রমাণ করতে চাই যে আমরা এই ভোটের যোগ্য।”

শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, “আমি মনে করি জনগণ স্থিতিশীল সরকার চেয়েছিল এবং তারা ভেবেছিল এনসি-কংগ্রেস জোটই সেই স্থিতিশীলতা দিতে পারে এবং বিজেপিকে দূরে রাখতে পারবে।”

পিডিপি ২০১৫ সালে বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করেছিল, যা ২০১৮ সালে ভেঙে যায় যখন বিজেপি তার সমর্থন প্রত্যাহার করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.