কলকাতা : ৮ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করতে বামফ্রন্ট। সূত্রে জানা গিয়েছে, এবারের প্রার্থী তালিকায় আসতে পারে এক ঝাঁক নতুন মুখ। ৩দলকে সঙ্গে নিয়ে তালিকা ঘোষণা করা হবে।
সূত্রে জানা গিয়েছে, রাজারহাটে প্রার্থী হতে পারেন সপ্তর্ষী দেব, টালিগঞ্জে দেবদূত ঘোষ। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জে বাদশা মৈত্রকেও প্রার্থী করা হতে পারে। আরও জানা গিয়েছে, এবারে বিধানসভা নিবার্চনে প্রার্থী হতে পারেন ঐষী ঘোষ, দীস্পিতা ধর। বরানগরে প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র।
সূত্রের খবর, ঝাড়গ্রাম বামপ্রার্থী হতে পারেন মধুজা সেন রায়, বর্ধমানে মীনাক্ষি মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, এবার ভোটে লড়বেন না সূর্যকান্ত মিশ্র, তাঁর জায়গায় প্রার্থী করা হতে পারে তাপস সিনহাকে। অন্যদিকে শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন অশোক ভট্টাচার্য, কামারহাটিতে মানস মুখোপাধ্যায় এবং যাদবপুরে সুজন চক্রবর্তী। চণ্ডীতলায় প্রার্থী হতে পারেন মহম্মদ সেলিম।
এবার কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামফ্রন্ট। আব্বাস সিদ্দিকির আইএসএফ-কে তিরিশটি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার জানা গিয়েছে কংগ্রেসও আটটি আসন সিদ্দিকে ছেড়ে দেবে।