প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিনে দেশ বিদেশ থেকে সকলেই জানালেন শুভেচ্ছা বার্তা

ডেস্ক: ৭১ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই দেশ বিদেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা।  একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারাও। মোদীর জন্মদিনে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, রাহুল গান্ধি থেকে শুরু করে জগৎ প্রকাশ নাড্ডা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় এবং আরও অনেকে ৷


তাঁর শুভ জন্মদিন ও সাংবিধানিক পদে নীরবিচ্ছিন্ন ২০ বছর সম্পূর্ণ উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির  “সেবা ও সমর্পণ অভিযান”। এদিকে, কংগ্রেসের যুব শাখা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘জাতীয় বেকারত্ব দিবস’ উদযাপন করার ঘোষণা করেছে।  যুব কংগ্রেসের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় বেকারত্ব দিবস’ এর আওতায় সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।


এদিন সকালেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টুইটে। তিনি লিখেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ 

আরও পড়ুন: ‘‌হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না’‌, ভবানীপুরে জনসংযোগ, মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিলি মমতার


স্বরাষ্ট্রমন্ত্রী ‘শাহি’ শুভেচ্ছা জানিয়ে টুইটে লিখেছেন, “মোদীজির রূপে দেশ এমন এক শক্তিশালী ও নির্ণায়ক নেতৃত্ব পেয়েছে, যা বিগত কয়েক দশক ধরে নিজেদের অধিকার থেকে বঞ্চিত লক্ষাধিক গরিব মানুষকে উন্নয়নের আওতায় এনে কেবল তাদের সম্মানজনক জীবনই দেয়নি, একইসঙ্গে গোটা বিশ্বকেই শিখিয়েছে যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কীভাবে সাধারণ জনগণকে নেতৃত্ব দিতে হয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। টুইটে তিনি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে এদিন তাঁরই লোকসভা কেন্দ্র বারাণসীতে ৭১টি প্রদীপ জ্বালানো হয়। এবং ৭১ কেজি লাড্ডু বিতরণ করা হয়।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশে এখনও পর্যন্ত নানা উন্নয়ন ও সুশাসনের নতুন অধ্যায় লেখা হয়েছে। ভারতকে শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মমর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী, তা যেন বাস্তবায়িত হয়, তাঁর জন্মদিনে এটাই কামনা করি। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন উপহার দিক।” কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন ভারতের অমৃতকালের স্রষ্টা, এই শতাব্দীর যুগপুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন