ডেস্ক: মহাষ্টমীর সকালে বাংলায় টুইট করে দুর্গা পুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার কাছে সকলের জন্য চেয়ে নিলেন আশীর্বাদ। মহাষ্টমীর সকালে এই টুইটে মোদি লেখেন, ‘আজ দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের উপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক।’
আরও পড়ুন: মহাষ্টমীতে মঙ্গলারতির পর, কোভিড বিধি মেনে বেলুড় মঠে কুমারী পুজো
বাংলার বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর সেই পুজোই হচ্ছে কার্যত ‘নমো নমো’ করে। শাহ-নাড্ডা দূর, পুজোর উদ্বোধনে রাজি নন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।