শুরুটা হয়েছিল সেই ১৯৯৮ সালে। আজ থেকে প্রায় আড়াই দশক আগে এমনই ভাবে নতুন বছরের প্রথম দিনে পথ চলা শুরু করেছিল সেই সময়ের ডাকাবুকো যুব নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নতুন স্বপ্নের দল তৃণমূল কংগ্রেস। সেই থেকে প্রতি বছর নিয়ম করে ১লা জানুয়ারি দিনটিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে জোড়াফুল শিবির।
দেখতে দেখতে কেটে গিয়েছে দুই দশকেরও বেশি সময়। এর মধ্য়েই অনেক উত্থান পতনের সাক্ষী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব। অনেক ভাঙ্গা গড়ার মধ্য় দিয়ে ক্রমশই ডাল পালা মেলে এক সময়ের ছোট্ট চারা গাছ আজ প্রায় মহীরুহে পরিণত। নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরে সেদিনের সেই ছোট্ট দল আজ দেশের অন্য়তম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে। একের পর এক নির্বাচনী লড়াইতে বাজিমাত করে বাংলার মসনদে এই নিয়ে তৃতীয়বার আসীন হয়েছে মা-মাটি-মানুষের দল। শুধুমাত্র বাংলাতেই নয়, ইতিমধ্য়ে বাংলার বাইরে একাধিক রাজ্য়েও দলের শাখা বিস্তার ঘটিয়েছে দল। বাংলার মানুষ আজ স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলার মতন করেই একদিন দেশের শাসক দল হবে তৃণমূল আর প্রধানমন্ত্রীর আসনে বসবেন নেত্রী মমতা।
এমন স্বপ্নকে যারা সযত্নে বুকের মধ্য়ে লালন পালন করছেন, তৃণমূলের সেই সব কর্মী সমর্থকদের জন্য় দলের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে নেত্রী বার্তা, “এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১লা জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকেই মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত থেকেছি।“
এছাড়াও তৃণমূল সুপ্রিমো টুইট করে আরও বলেন, “নতুন বছরে অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্য়ের বিরুদ্ধে লড়ব। প্রত্য়েককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্ত রাষ্ট্রীয় কাঠামো যাতে অক্ষুন্ন থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য় ধন্য়বাদ।“
এর পরেও দলনেত্রী আরও একটি টুইট করে মা-মাটি-মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান। একইসঙ্গে সবাইকে বর্তমান কোভিড পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে কোভিডবিধি পালন করার কথা স্মরণ করিয়ে দেন। কোভিডবিধি মাথায় রেখেই আনন্দ উৎসবে সামিল হওয়ার অনুরোধ করেন। এদিন তৃণমূল নেত্রীর পাশাপাশি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও দলের কর্মী সমর্থকদের উদ্দেশে দলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। সেখানে দলের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়া কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি স্য়ালুট জানান এবং আগামী দিনে এবার দেশের জন্য় নতুন কিছু করবার আহ্বান রাখেন।