২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে দারুণ লড়াই করেও হার বাঁচাতে পারেনি কাতার। ২-০ ব্যবধানে জিতেছে ইকুয়েডর। ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াই পার্থক্য গড়ে দেন। জোড়া গোল করে তিনিই নায়ক। একটা গোল বাতিল না হলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করতেন ইকুয়েডর অধিনায়ক।
ম্য়াচের প্রথমার্ধেই দু’টি গোল পেয়ে যায় ইকুয়েডর। ম্যাচের ১৬ মিনিটের মাথায় কাতারের গোলকিপার আল শিব নিজেদের পেনাল্টি বক্সে ভ্যালেন্সিয়ার পা হাত দিয়ে টেনে তাঁকে ফেলে দেন। পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। সেই পেনাল্টিকে ঠান্ডা মাথায় কাজে লাগান ভ্যালেন্সিয়া।
প্রথমার্ধের ৩১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল পেয়ে যায় ইকুয়েডর। আবার বালেনসিয়া। এ বার হেডে পরাস্ত করেন কাতার গোলকিপার আল শিবকে। ম্যাচের ৩ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার গোলকে রেফারি অফসাইড না দিলে প্রথমার্ধেই ইকুয়েডর ৩-০ গোলে এগিয়ে যেত।
তবে ফুটবলের বাইরে ভ্যালেন্সিয়ার জীবন বড্ড গোলমেলে। কুইটোতে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের চিলির বিরুদ্ধে ৩-০ জয়ের সময় মাঠের বাইরে যাওয়ার সময় তাঁকে একবার পুলিশ তাড়া করেছিল।
ছ’বছর আগে এই ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাঁর দেশেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, সন্তানের ভরণপোষণের অর্থ নিয়ে প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে তিনি পুলিশের রাডারে ছিলেন। ভ্যালেন্সিয়া মামলাটি নিষ্পত্তি করেছিলেন ঠিকই, তবে এটা তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছিল। তাঁর ফর্মে খারাপ সময়ও নেমে এসেছিল।