কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মৃত্যু কলকাতায়। রবিবার রাত ১০টার পর এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়দের দাবি, ১৫ নম্বর বিবির বাগান এলাকায় শেখ সাজিদ (৫১) নামে এক ব্যক্তি পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ের ঘায়ে আঘাত পান। গুরুতর জখম অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘযনা প্রকাশ, সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁকে ডাকতে যাওয়ার জন্য রাস্তায় বেরোতে ঝড়বৃষ্টি শুরু হয়। সাজিদ একটি বাড়ির নীচে আশ্রয় নেন। সেই সময় বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তাঁর উপর।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ও পড়েছিল। রক্তপাত হচ্ছিল। আমরা দেখে ওকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। ওখানে বলে মৃত অবস্থায় আনা হয়েছে।’
ওই ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, ‘‘কার্নিশ ভেঙে মৃত্যু! অত্যন্ত দুঃখজনক ঘটনা। বারবার করে সারাতে বলা সত্ত্বেও সারাচ্ছে না কেউ। আমরা তো আমাদের কাজ করেই চলেছি।’’