কলকাতা: আইপিএল ফাইনালে হায়দরাবাদকে হারিয়ে দিল কলকাতা। কার্যত একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় বার আইপিএল খেতাব জিতে নিল কলকাতা নাইট রাইডার্স।
ফাইনালে আবার টসে হারলেন শ্রেয়স। কামিন্স জানালেন, তাঁরা আগে ব্যাট করবেন। কিন্তু শুরুতেই স্টার্কের আউটসুইং বুঝতেই পারলেন না অভিষেক শর্মা। বল উড়িয়ে দিল অফ স্টাম্প।হায়দরাবাদের বড় কাঁটা শুরুতেই উপড়ে ফেলল কেকেআর। বৈভবের বলে খোঁচা দিয়ে প্রথম বলেই ফিরলেন হেড। আর সেই পথ ধরেই ১৮.৩ ওভারে শেষ হয়ে গেল হায়দরাবাদ।
আইপিএল ফাইনালে লোয়েস্ট স্কোর ১২৫ রান। সানরাইজার্স সেই রেকর্ডও ভেঙে দিল এ দিন। সানরাইজার্সকে মাত্র ১১৩ রানেই গুটিয়ে দিল কেকেআর। জয়ের জন্য কলকাতার দরকার ছিল ১১৪ রান। আর সেই রান মাত্র ২ উইকেট হারিয়ে ১০.৩ ওভারে তুলে নিল কলকাতা।
এ বারের আইপিএলে খুব ভাল ফর্মে ছিল কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। ১০ বছর পরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল কেকেআরের সামনে। সে বার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এ বার তিনি নাইটদের মেন্টরের ভূমিকায়। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়নের শিরোপা পেল কেকেআর। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসাবে তিন বার ট্রফি জয়ের নজির গড়ল কলকাতা।