দিল্লির আনন্দ বিহার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কর্মীর মৃত্যু, জখম ১০

দিল্লির আনন্দ বিহারের একটি বেসরকারি হাসপাতালে শনিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় পুরো হাসপাতাল চত্বর। দুর্ঘটনায় হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে এবং ৮ রোগী-সহ ১০ জন গুরুতর জখম হয়েছেন।

দমকল সূত্রে জানা যায়, দুপুর ১২টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাতটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং শুরু হয় উদ্ধারকাজ। শৌচাগার থেকে এক কর্মীর দেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের সার্ভার রুম থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। শাহদরা জেলার ডিসিপি প্রশান্ত প্রিয়া গৌতম জানান, ৮ রোগী এবং ৩ জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়, যেখানে পরে এক কর্মীকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত কর্মী প্রথমে ছাদে গিয়েছিলেন, পরে আগুন থেকে বাঁচতে তিনতলার শৌচাগারে আশ্রয় নেন এবং সেখানেই প্রাণ হারান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে