প্রথম পাতা খবর আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

349 views
A+A-
Reset

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি। মঙ্গলবার সকালে আচমকা এক টুইটে দেশবাসীকে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশিরভাগটাই মানবসম্পদ বা হিউম্যান রিসোর্সের (HR)। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই এইচআর পদে কর্মী নিয়োগ হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাজের ধরন বুঝে নিযুক্ত কর্মীদের দেওয়া হবে দায়িত্ব। এই মর্মে ইতিমধ্যেই তিনি প্রতিটি মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বলে টুইট করেছে প্রধানমন্ত্রী দপ্তর।

এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব দফতর ও মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পরে এব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী ১.৫ বছরে সরকার ১০ লক্ষ লোক নিয়োগ করবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা ভোটের আগে চাকরির টোপ দিয়ে দেশবাসীর চোখে ধুলো দিতে চেষ্টা করছেন মোদী। বিরোধী দলগুলির প্রায় প্রত্যেকেই প্রধানমন্ত্রীর এই ঘোষণার সমালোচনা করেছে।

আরও পড়ুন :

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন চলতি সপ্তাহে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করবেন রোড শো, জনসভা

বিধানসভায় পাশ হয়ে গেল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.