ব্যারাকপুরে প্রকাশ্যে গুলি, আশঙ্কাজনক যুবক

ব্যারাকপুরে প্রকাশ্যে গুলিচালনার ঘটনা ঘটল। বুধবার বিকেল ৪টে নাগাদ ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে এক যুবককে গুলি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশ কমিশনারেটের অফিসের সামনেই গুলিবিদ্ধ হন ওই যুবক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজন দুষ্কৃতী এসেছিল এবং তারা পরপর গুলি চালায়। গুলিটি যুবকের বুকের কাছে লাগে, যার ফলে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরেই পদস্থ পুলিশ আধিকারিকরা এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছেন। এখনও পর্যন্ত গুলির কারণ স্পষ্ট নয়। টিটাগড় ও ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। জানা গেছে, একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছেই এই হামলা চালানো হয়। পুলিশ ইতিমধ্যেই ওই এলাকা ঘিরে রেখেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন