অপারেশন সিন্ধু: ইরান থেকে ১০০-র বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরলেন

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে উদ্ধার হওয়া ১০০-র বেশি ভারতীয় পড়ুয়া বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে নিরাপদে পৌঁছলেন। ইজরায়েল-ইরান উত্তেজনার জেরে তাঁরা ইরানের রাজধানী তেহরানে আটকে পড়েছিলেন। ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ চালিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনে।

ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে মঙ্গলবার ১১০ জন ছাত্রছাত্রীকে তেহরান থেকে আর্মেনিয়ায় সরানো হয়। তাঁদের ভূমিপথে আর্মেনিয়ার সীমানা পেরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি আনা হয়।

উদ্ধার হওয়া পড়ুয়ারা জানিয়েছেন, ইরানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছিল। তাঁদের কথায়, ‘‘আমাদের এলাকায় হামলা হচ্ছিল। ভারত সরকার যখন দরজায় এসে দাঁড়াল, তখন মনে হল বাড়ি ফিরে এলাম।’’ কাশ্মীরের এক ছাত্রী বলেন, ‘‘সরিয়ে আনা প্রথম দলে আমরাই ছিলাম। ভারত সরকার এবং দূতাবাস দ্রুত পদক্ষেপ করায় আমরা দেশে ফিরতে পেরেছি। আর্মেনিয়ার প্রশাসনও যথেষ্ট সাহায্য করেছে।’’

উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘাতের আবহে দিল্লি আগেই সব ভারতীয় নাগরিককে তেহরান ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক