প্রথম পাতা খবর অপারেশন সিঁদুর: ‘নারী শক্তি’কে সামনে রেখে সাংবাদিক বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

অপারেশন সিঁদুর: ‘নারী শক্তি’কে সামনে রেখে সাংবাদিক বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

219 views
A+A-
Reset

অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিসরি। বৈঠকে দুই মহিলা আধিকারিকও ছিলেন। তাঁরা হলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি।

‘আর নয়’—এই কড়া বার্তায় শুরু প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক বৈঠক। বক্তব্য শুরুর আগে বড় পর্দায় দেখানো হয় অতীতের বিভিন্ন জঙ্গি হামলার ভিডিও এবং পহেলগাঁও হত্যাকাণ্ডের দৃশ্য। এরপর মঞ্চে ওঠেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি পাকিস্তান-পৃষ্ঠপোষিত সন্ত্রাস এবং ভারতের বিরুদ্ধে তাদের অপরাধ নিয়ে বক্তব্য রাখেন।

তিনি জানান, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন, যার যোগসূত্র রয়েছে লস্কর-এ-তৈবা-র সঙ্গে। তদন্তে এই হামলার পাকিস্তান সংযোগ স্পষ্ট হয়েছে বলেও জানান বিদেশ সচিব।

বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান-পৃষ্ঠপোষিত জঙ্গিদের এই হামলার উদ্দেশ্য ছিল জম্মু-কাশ্মীরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো এবং উন্নয়ন ও শান্তির পথে বাধা সৃষ্টি করা।

অপারেশন সিঁদুর চালানোর উদ্দেশ্য ছিল পহেলগাঁও হত্যাকাণ্ডের শিকার নিরীহ নাগরিকদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনা ও বায়ুসেনা জানিয়েছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ৯টি স্থানে ২১টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকে মুরিদকে-সহ ধ্বংসপ্রাপ্ত জঙ্গি ঘাঁটিগুলোর ভিডিও ফুটেজ দেখান। মুরিদকে সেই এলাকা, যেখানে ২০০৮ সালের মুম্বই হামলার জঙ্গি আজমল কাসব ও ডেভিড হেডলি প্রশিক্ষণ নিয়েছিল।

তিনি বলেন, আমরা কোনও সামরিক স্থাপনা লক্ষ্য করিনি। এখনো পর্যন্ত পাকিস্তানে কোনও সাধারণ নাগরিকের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ব্যোমিকা, সোফিয়ারা জানান, পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সীমা থেকে তা ছ’কিলোমিটার দূরে। এ ছাড়া হামলা হয়েছে মেহমুনা জোয়া ক্যাম্পে। সেখানে হিজ়বুলের ক্যাম্প ছিল। পঠানকোটে এখান থেকেই হামলা চালানো হয়। মুরিদকের মারকাজ় তৈবায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। ২৬/১১ মুম্বই হামলার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখান থেকেই। আজ়মল কসাবও উঠে আসেন এখান থেকেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.