ভোটের দিনে পুলিশ ঘিরে ফেলল শুভেন্দু সহ ১৬ বিধায়ককে, বিক্ষোভ বিজেপির

একদিকে যখন চলছে কলকাতা পুরসভার ভোট পর্ব, ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের ঘিরে ফেলল পুলিশ। যদিও এর জন্য কোনও কারণ এখনও দর্শায়নি পুলিশ।

কলকাতা পুরসভার নির্বাচনে ব্যাপক রিগিং এর অভিযোগে সরব বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য, নির্বাচনের নামে রীতিমতন প্রহসন হয়েছে।

এমনই পরিস্থিতিতে বিধাননগরে বিরোধী দলনেতার বাড়িতে মিলিত হন বিজেপির ১৬ বিধায়ক। সেখানে উপস্থিত ছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিকেলের দিকে হঠাৎ করেই দেখা যায়, ওই বাড়ি ঘিরে ফেলেছে বিধাননগর পুলিশের এক বিশাল বাহিনী। যার নেতৃত্বে ছিলেন বিধান নগর কমিশনারেট এর ডিসি হেড কোয়ার্টার।

কিন্তু হঠাৎ করে ঠিক কী কারণে এভাবে পুলিশ মোতায়েন, সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি পুলিশ এর পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে ক্ষোভে ফুঁসে উঠেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে যে স্বৈরাচার চলছে, এই ঘটনায় সেটাই প্রমাণিত হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন