ডেস্ক : হিন্দি দৈনিক সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে আয়কর আধিকারীকদের হানা তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে ভাস্করের ভোপাল অফিসে হানা দেন আয়কর অফিসের আধিকারিকরা। এর পাশাপাশি ওই সংবাদমাধ্যম গ্রুপের একাধিক অফিসে হানা আয়কর দফতর। মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
এ দিন টুইট করে আয়কর হানার নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘”এটা সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের উপর আক্রমণ। গণতন্ত্রের কণ্ঠরোধ করার আরও একটি নিষ্ঠুর উপায়। অতিমারীর সময় দেশ যে সঙ্কটের ভিতর দিয়ে গেছে, দৈনিক ভাস্কর খুব সাহসীভাবে তার মোকাবিলা করেছে। সত্যকে যারা সামনে নিয়ে আসছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কণ্ঠোরোধ করার এই চেষ্টার আমি নিন্দা করি। এটা গণতন্ত্রের মূল নীতিরই বিরোধী। সংবাদমাধ্যমে সবার কাছে শক্ত থাকার জন্য আহ্বান জানাই। আমরা সবাই মিলে কখনই একনায়কতন্ত্রকে সফল হতে দেব না।”
এই আয়কর হানা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে। কংগ্রেস-শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ট্যুইট করে এই ঘটনার সমালোচনা করেছেন।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল অভিযোগ করেন, এই অভিযান সংবাদমাধ্যমকে ভয় দেখানোর জন্য ।
সমালোচনা করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহও।
আরও পড়ুন : কৃষি আইন বাতিলের দাবিতে সংসদের সামনে বিক্ষোভে বাম-কংগ্রেস