মমতার দিল্লি সফরের আগে ঐক্যের বার্তা, ইস্যুতে অভিষেকের পাশে কংগ্রেস

ডেস্ক: মমতার দিল্লি সফরের আগে বিরোধী ঐক্যের বার্তা দিল কংগ্রেস।  পেগাসাস নিয়ে দেশজুড়ে সাড়া ফেলেছে তৃণমূল। বাকি বিরোধীদের সঙ্গে নিয়ে সংসদে নরেন্দ্র মোদি সরকারকে রীতিমতো চেপে ধরেছে এ রাজ্যের শাসক দল। মমতার দিল্লি সফরের আগে সেই বিষয়েই তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস।কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ফোনে আড়ি পাতা প্রসঙ্গে সুর চড়িয়েছে হাত শিবির। এই প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছে রাহুল গান্ধীর দল। পাশাপাশি মমতার দিল্লি সফরের আগে বিরোধী ঐক্যের বার্তা দিল কংগ্রেস। আর সেই টুইটটিকে রিটুইট করে বিজেপির উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।


এদিন জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “শত্রুকে সবসময় কাছে রাখতে হয়, এই প্রবাদকেই মেনে চলছেন নরেন্দ্র মোদী।” টুইটের সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তাতে লেখা, “আপনি ক্রোনোলজি বুঝুন (আপ ক্রোনোলজি সমঝিয়ে)। পেগাসাস স্পাইওয়ারের টার্গেট কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদী সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন।”  সেই টুইটিকে রিটুইট করেন ডেরেক। ক্যাপশনে লেখা, খেলা হবে।”

আরও পড়ুন: পেগাসাস কাণ্ড: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন রাহুল


ট্যুইট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বের বার্তা পেগাসাস ইস্যুতেই দিয়ে দিল কংগ্রেস? নাহলে অন্য দলের নেতার ছবি দিয়ে বিজেপিকে আক্রমণ শানানো কংগ্রেসী রীতিতে কার্যত নজিরবিহীন।


মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন একদিন পরেই। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফোনে আড়ি পাতার তীব্র নিন্দা করল কংগ্রেস। কংগ্রেস এই টুইটে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে। কংগ্রেসের এহেন পদক্ষেপ ২০২৪-এর লোকসভার ভোটের প্রাক্কালে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন