এ বার কল্পতরু উৎসবে ভক্তদের জন্য খুলবে কাশীপুর উদ্যানবাটীর দরজা

কলকাতা: করোনা মহামারির কারণে গত দু’বছর ধরে কড়াকড়ি। কল্পতরু উৎসবে ভক্তদের জন্য বন্ধ ছিল কাশীপুর উদ্যানবাটীর দরজা। তবে এ বার পরিস্থিতি বদলেছে। ২০২৩-এ ফের দরজা খুলছে ভক্তদের জন্য।

কোভিডের জন্য ২০২১ এবং ২০২২ সালের কল্পতরু উৎসবে প্রবেশ সীমাবদ্ধ করা হয়েছিল। পরিবর্তে কাশীপুর উদ্যানবাটীর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানগুলির লাইভ স্ট্রিমিং করা হয়েছিল। সেখান থেকেই সরাসরি সম্প্রচার দেখেছিলেন ভক্তরা। তবে এ বার ফের কল্পতরু উৎসবে ভক্তদের জন্য খুলবে কাশীপুর উদ্য়ানবাটীর দরজা। কিন্তু বিশ্বের বেশ কিছু দেশে নতুন করে করোনা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন উদ্যানবাটী কর্তৃপক্ষ।

কাশীপুর উদ্য়ানবাটীর তরফে জানানো হয়েছে, ৩দিন ধরে চলবে উৎসব। যাঁদের কোমর্বিডিটিজনিত সমস্যা রয়েছে, তাঁদের ভিড় এড়াতে ২ ও ৩ জানুয়ারি আসার পরামর্শ দেওয়া হয়েছে।

কথিত রয়েছে, ১৮৮৬ সালের ১ জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটীতে তাঁর ভক্তদের কল্পতরু রূপে আশীর্বাদ করেন। কল্পতরু অর্থে, যিনি সকলের সব রকম ইচ্ছাপূরণ করে থাকেন। তার পর থেকেই প্রতিবছরের ১ জানুয়ারিতে তাৎপর্যপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক